loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী সুবীর নন্দী


লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী সুবীর নন্দী

জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (১৪ এপ্রিল) তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সুবীর নন্দীর ভাই শিল্পী তিমির নন্দী জানিয়েছেন, সিলেটে একটি অনুষ্ঠানে যোগদান শেষে ট্রেনে ঢাকায় ফিরছিলেন সুবীর। ট্রেনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাঁকে সিএমএমএইচ নিয়ে যাওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে শিল্পীকে। আগের চেয়ে তাঁর অবস্থা কিছুটা ভালো।

শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার সপরিবারে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সিলেট গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষে রোববার রাতে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন ট্রেনে। রাত ৯টার দিকে উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ সুবীর নন্দীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সেনানিবাস এলাকায় ট্রেন থেকে তাঁকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়। সাড়ে ১২টার দিকে তাঁর অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ল্যাবএইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করান তিনি। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন এই শিল্পী।

সুবীর নন্দী তাঁর দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার এ-বছর সুবীর নন্দীকে একুশে পদকে ভূষিত করেছে।

Loading...