loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র লাইলাতুল বরাত


২১ এপ্রিল দিবাগত রাতেই পবিত্র লাইলাতুল বরাত

পূর্ব-ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল দিবাগত রাতেই বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের দাবি যাচাইয়ে গত ১৩ এপ্রিল গঠিত সাব–কমিটির সিদ্ধান্তের আলোকে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। সংবাদ ব্রিফিংয়ে ওই কমিটির আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবদুল মালেককে পাশে নিয়ে প্রতিমন্ত্রী কমিটির সিদ্ধান্ত পড়ে শোনান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালনের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেদিন বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৭ এপ্রিল রোববার পবিত্র রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে ধরে ৮ এপ্রিল থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হওয়ার কথা।

তবে ওই সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত এলে ১৩ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আবারও সভা হয়। সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সিদ্ধান্তের বিষয়ে ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের দাবি যাচাইয়ে মারকাযুদ দাওয়াহ–এর শিক্ষাসচিব মুফতি মুহাম্মদ আবদুল মালেককে প্রধান করে বিশিষ্ট উলামায়ে কেরামের সমন্বয়ে ১১ সদস্যের একটি উপ–কমিটি গঠন করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এই কমিটি ইসলামিক ফাউন্ডেশনে সভা করে প্রথমে শরিয়তের আলোকে বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে। এরপর ইসলামিক ফাউন্ডেশনের দুজন কর্মকর্তার মাধ্যমে যাঁরা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন, তাঁদের সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু তাঁরা সাক্ষ্য দিতে না এসে অপ্রাসঙ্গিক কিছু শর্ত জুড়ে দেন। বিষয়টি সভাকে জানানো হলে সভার সদস্যরা ওই শর্তগুলো শরিয়তের সাক্ষ্য প্রদানের নিয়মবহির্ভূত আখ্যা দিয়ে নিয়মানুযায়ী স্বাভাবিকভাবে সাক্ষ্য দিতে আবারও অনুরোধ করেন। কিন্তু তখনো তাঁরা সাক্ষ্য দিতে আসেননি, বরং আগের মতো অপ্রাসঙ্গিক শর্ত জুড়ে দেন, যা ইসলামি শরীয়াহবহির্ভূত।

তাই শেষ পর্যন্ত চাঁদ দেখার কোনো সাক্ষীর সাক্ষ্য না পাওয়ায় সাব–কমিটির সভায় ইসলামি শরিয়াহ অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির ৬ এপ্রিল ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। অর্থাৎ, পবিত্র শাবান মাস ৮ এপ্রিল থেকেই শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হবে।

Loading...