loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

২২ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ


২২ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগামী ২২ এপ্রিল ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ এপ্রিল) এ-বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাইলাতুল বরাত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পালন করা হবে, তাই আগামী ২২ এপ্রিল (সোমবার) বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির গত ৬ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও সেদিন পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হবে, এবং ২২ এপ্রিল সাধারণ ছুটি থাকবে।

এরপর দেশের আকাশে সেদিন চাঁদ দেখা গেছে - এমন ভুল তথ্য প্রকাশিত হলে বিতর্ক দেখা দেয়। এ-অবস্থায় দফায় দফায় বৈঠক শেষে ১১ সদস্যের কমিটি গঠন করে সরকার। এখন এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণাই বহাল রয়েছে।

Loading...