loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রংপুরে ‘ই-কমার্স মেলা’ শনিবার


রংপুরে ‘ই-কমার্স মেলা’ শনিবার

গ্রাম পর্যায়ে শহরের সুবিধা পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘ই-কমার্সের ডাক’ স্লোগানে শনিবার (২৭ এপ্রিল) নগরীর পৌরবাজার টাউন হলে বসবে জাতীয় ই-কমার্স মেলা। বাংলাদেশ ডাক বিভাগ ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব)-এর যৌথ উদ্যোগে সকালে দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ হাই-টেক পার্ক  অথরিটির ম্যানেজিং  ডিরেক্টর  (সেক্রেটারি) হোসনে আরা বেগম, এনডিসি। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডাক বিভাগের সদ্যবিদায়ী মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, দারাজ বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদল হক ও  ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

শুক্রবার (২৬ এপ্রিল) রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ই-কমার্স ডাক মেলা’র আহ্ববায়ক আসিফ আহনাফ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর প্রধান ডাকঘরের ডিপিএমজি প্রদীপ কুমার, পোস্টমাস্টার আলা মিয়া মন্ডল এবং ই-কমার্স ডাক মেলা সহ-আহ্ববায়ক আদনান আহমেদ।

 সংবাদ সম্মেলনে মেলার আহ্ববায়ক জানান, এই মেলা প্রাঙ্গনে থাকবে ৩১টি স্টল। এরমধ্যে দুইটি প্যাভিলিয়ন ও তিনটি মিনি প্যাভিলিয়ন। মেলায় অংশ নিচ্ছে দেশে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ই-কমার্সের ডাক মেলার টাইটেল স্পন্সর দারাজ। নির্ভরযোগ্যতার সঙ্গে গ্রাম পর্যায়ে অনলাইনে ক্রয়কৃত পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়ার সবচেয়ে বড় ই-নেটওয়ার্ক ই-পোস্ট, পড়ুয়াদের পরিচিত ই-শপ রকমারি.কম, গ্রামীণফোনের ই-কমার্স ভেঞ্চর শপারু, ঐতিহ্যবাহী ব্র্যান্ড সিঙ্গার, দেশেজুড়ে দ্রুত বিস্তার লাভ করা প্রিয়শপ, নারী উদ্যোক্তাদের ই-কমার্স উদ্যোগ জাতীয় তথ্যআপা, খাসফুড, রেজিস্ট্রো, স্পিকলার, এএসএল কমার্জ, এটুআই, লেইসফিতা, গিকি সোশ্যাল, ফুডকর্নার, ইভ্যালি, ক্রাফট ভিশন, অন্যকিছু, ক্রিয়েটিভ আইটি’র মতো নানা মাত্রিক অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান।

মেলার আহ্ববায়ক বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত উদ্যোক্তা-ভোক্তা ও বিনিয়োগকারীদের জন্য মেলায় থাকবে বিষয়ভিত্তিক দুইটি সেমিনার। সকালে হবে ‘গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে ই-কমার্স’ সেমিনারটি। দুপুর ১২ টা থেকে শুরু হবে ‘নারী উদ্যোক্তাদের ই-কমার্স সেবায় তথ্য আপা’র উপর বিশেষ আলোচনা ও হাতেখড়ি পর্যায়ের সেমিনার। 

মেলায় উপস্থাপন করা হবে কীভাবে ই-পোস্ট সেবার মাধ্যমে রংপুর বিভাগে ব্যবসা-বাণিজ্য প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করা যায়। মেলার বিভিন্ন চমক ও মূল্যছাড়ে পণ্য ও সেবার তথ্যও সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়।

এতে আরও জানানো হয়, মেলায় মোবাইলে অ্যাপ ডাউনলোড করেই এক লিটার তেল বিনামূল্যে পাওয়া যাবে। ডায়াবেটিস মাপা ও বই ছাড়াও নানা ধরনের উপহার সামগ্রীও পাওয়া যাবে বিনামূল্যে। এর বাইরেও মেলা প্রাঙ্গণে প্রতিঘণ্টায় রেফেল ড্রয়ে মোবাইল ফোনসহ নানান আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে। এছাড়া সিঙ্গারের স্টল থেকে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট।

ই-কমার্সের ডাক মেলার পৃষ্ঠপোষকতা করেছে চালডাল.কম, রেজিস্ট্র.কম, রকমারি.কম, প্রিয়শপ, দিনরাত্রি, এমএমইভাই, স্পিকলার, ফাইবার অ্যাটহোম, এসএসএল কমার্জ ও মাসিক কম্পিউটার জগৎ।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...