loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম অনুষ্ঠিত


এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে শনিবার (২৭ এপ্রিল) দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এজাইল বাংলাদেশ সিম্পোজিয়াম ২০১৯ সম্পন্ন হয়েছে। এতে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. তৈৗহিদ ভূইয়া।

সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এজাইল অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মেথডোলজি। এজাইল মেথডোলজির উপর ডিসকভারিং এজাইল, এজাইল ডিপ ডাইভ, এজাইল লিডারশিপ, এজাইল ইন অন আই.ও.টি প্রজেক্ট, এজাইল গেইমিফিকেশন, এজাইল ডিমেস্টিফাইড ও প্লেনারি সেশানসহ ওয়ার্কসপ/সেমিনারসমূহ অনুষ্ঠিত হয়ে থাকে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে Software Development Methodology “Agile”-এর ওপর এই সিম্পোজিয়ামটি আয়োজন করে। এতে শতাধিক সফ্টওয়্যার ডেভেলপার, টেস্টার, ডিজাইনার, আর্কিটেকচার, টিম লিডার, প্রজেক্ট ম্যানেজার, সিইও, সিটিও, সিওও, এক্সিকিউটিভ, একাডেমিক ও গবেষক অংশগ্রহণ করেন।

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...