loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চলে গেলেন কৌতুক-অভিনেতা আনিস


চলে গেলেন কৌতুক-অভিনেতা আনিস

জনপ্রিয় বাংলাদেশি কৌতুক-অভিনেতা আনিস আর নেই। রোববার (২৮ এপ্রিল) রাতে ঢাকার টিকাটুলিতে নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) সকালে টিকাটুলি জামে মসজিদে তাঁর নামাজা জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়ার হবে নিজ গ্রাম ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুরে। সেখানে বাদ আসর তাঁকে সমাহিত করা হবে।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে আনিসের। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। 

বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি অভিনয় করেছেন। ‘নবাব সিরাজদ্দৌলা’ নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ২৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘নবাব সিরাজদ্দৌলা’ নাটকের গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে বেশ খ্যাতি অর্জন করেছিলেন।

Loading...