loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শপথ নিলেন বিএনপি’র চারজন সংসদ সদস্য


শপথ নিলেন বিএনপি’র চারজন সংসদ সদস্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নে নির্বাচিত ৪ জন সংসদ সদস্য সোমবার (২৯ এপ্রিল) শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণকারী সংসদ সদস্যবৃন্দ হলেন - মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) এবং আবদুস সাত্তার ভূইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এই চারজন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শপথ গ্রহণ শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শপথ নিয়েছি।’

দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলও আমাদের শপথ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই চারজনসহ এ-পর্যন্ত বিএনপি’র মোট পাঁচজন সদস্য শপথ নিলেন। গত ২৫ এপ্রিল বিএনপি’র অপর একজন সদস্য জাহিদুর রহমান শপথ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এখনো পর্যন্ত শপথ নেননি।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং গত সপ্তাহে শপথ নেয়া বিএনপি’র সংসদ সদস্য মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Loading...