loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বলিউডের অভিনয় গুরু রোশান টানেজা আর নেই


বলিউডের অভিনয় গুরু রোশান টানেজা আর নেই

না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনয়-প্রশিক্ষক ও শাবানা আজমিসহ অসংখ্য বলিউড তারকার ‘অভিনয় গুরু’ রোশান টানেজা। শুক্রবার (১০ মে) রাতে মুম্বাইয়ের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

গুণী এই অভিনয়-শিক্ষকের চলে যাওয়ার প্রসঙ্গে তাঁর ছেলে রোহিত বলেন, দীর্ঘদিন ধরে বাবা প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে জীবনের কাছে পরাজয় মেনে শুক্রবার রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬০ সালে মুম্বাইয়ে অভিনয় প্রশিক্ষণ স্কুল চালু করেন টানেজা। বলিউডের অনেক প্রতিষ্ঠিত তারকা তাঁর হাত ধরে উঠে এসেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য তারকারা হলেন - শাবানা আজমি, নাসির উদ্দিন শাহ, আমির খান, রণবীর কাপুর, ইমরান হাশমি, রানী মুখার্জি, রাকেশ বেদি এবং আরও অনেকে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে শাবানা আজমি লেখেন, “গত রাতে আমার অভিনয় গুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই চলে যাওয়া আমার ভেতরে ভীষণ ক্ষত তৈরি করেছে। ওপারে ভালো থাকবেন, স্যার।”

টুইটে রাকেশ লেখেন, “আমার গুরু শ্রী রোশান টানেজা আর নেই। দিনটা আমার জন্য শোকের। আমার ক্যারিয়ারে তাঁর অবদান অনস্বীকার্য। ভালো থাকবেন।”

মৃত্যুকালে টানেজা স্ত্রী মৃত্তিকা এবং রোহিত ও রাহুল নামের দুই সন্তান রেখে গেছেন।

শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টায় মুম্বাইয়ে টানেজার শেষকৃত্য সম্পন্ন হবে।

Loading...