loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জোকোভিচের তৃতীয় মাদ্রিদ ওপেন জয়


জোকোভিচের তৃতীয় মাদ্রিদ ওপেন জয়

এবার রাফায়েল নাদালকে ছুঁয়েই ফেললেন নোভাক জোকোভিচ। রোববার (১২ মে) মাদ্রিদ ওপেনের ফাইনালে স্টেফানোস সিট্সিপাসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে জীবনের ৩৩তম মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতে নাদালের কৃতিত্বে ভাগ বসালেন জোকোভিচ।

ক্যারিয়ারের তৃতীয় মাদ্রিদ ওপেন জয় করতে এদিনের ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন জোকোভিচ। মাত্র ২৪ ঘণ্টা আগে পাঁচবারের মাদ্রিদ ওপেনজয়ী নাদালকে সেমিফাইনালে হারালেও সার্বিয়ান চ্যাম্পিয়নের সামনে বিফল হয় তরুণ সিট্সিপাসের সমস্ত প্রতিরোধ। প্রতিটি সেটেই এদিন একটি করে সার্ভিস খুইয়েছেন তিনি। নব্বই মিনিটের টেনিস-যুদ্ধে প্রতিপক্ষকে আক্রমণ শানানোর কোনো সুযোগই দেননি জোকার।

চলতি সপ্তাহে রোমে নিজেদের ৩৪তম মাস্টার্স খেতাব জয়ের লক্ষ্যে নামবেন নাদাল ও জোকোভিচ। ২৬ মে থেকে রোঁলা গাঁরোয় শুরু হতে চলেছে টেনিসের আরও এক মহারণ। ফরাসি ওপেনের আগে নিজেদের পরখ করাও তাই এই দুই প্রতিদ্বন্দ্বীর কাছে জরুরি।

ফ্রান্সে সাফল্য এলে এই জুন মাসেই চারটি গ্র্যান্ড স্লাম জেতার নজির সৃষ্টি করবেন সার্বিয়ার টেনিস-নক্ষত্র। সেদিকে লক্ষ্য রেখেই এদিন ম্যাচের পরে জোকোভিচ বলেছেন, মনোবল বাড়াতে এই জয় তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

Loading...