loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ফখরুলের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি


ফখরুলের শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষিত হয় কয়েকদিন আগে। যাহোক, এবার শূন্য ঘোষিত সেই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন জোটের এক বৈঠক শেষে সোমবার  (১৩ মে) রাতে দলের মহাসচিব জানান, জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও প্রার্থী মনোনয়ন দেবেন তাঁরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের বিএনপি নেতৃত্বাধীন জোটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অবশ্য বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের নাম এখনো জানা যায়নি বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। 

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়েছিল বিএনপি। ৩০০ আসনের জাতীয় সংসদে ৯৬ শতাংশ আসন পায় ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ।

ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে এমপি হিসেবে শপথ না নেওয়ার কথা ঘোষণা দিলেও শেষ মুহূর্তে বিএনপি’র মহাসচিব ফখরুল ছাড়া অন্য সবাই শপথ নিয়েছেন। এরপর ফখরুলের আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ২৪ জুন হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Loading...