loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

১৭ ও ১৮ মে জিপিওতে ঢাকা ই-কমার্স ডাক মেলা


১৭ ও ১৮ মে জিপিওতে ঢাকা ই-কমার্স ডাক মেলা

রাজধানীর জেনারেল পোস্ট অফিস, (জিপিও) চত্বরে বসছে ই-কমার্স মেলা। আগামী ১৭ মে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ১৭ ও ১৮ ই মে, দুই দিনের এই ডাক মেলার মধ্য দিয়ে শেষ হবে বিভাগীয় পর্যায়ের জাতীয় ই-কমার্স ডাক মেলা। মেলায় অংশ নিচ্ছে অর্ধশতাধিক ই-কমার্স প্রতিষ্ঠান।

মেলার সমন্বয়ক আসিফ আহনাফ জানান, মেলায় ছয়টি মিনি প্যাভিলিয়ন ও ছয়টি প্যাভিলিয়ন সহ মোট ৮০টি স্টলে বিশেষ ছাড় ও উপহারে নিজেদের পণ্য ও সেবার পসরা নিয়ে হাজির হচ্ছে দারাজ, আজকের ডিল, চালডাল, প্রিয়শপ, রকমারি, দিনরাত্রি, ই-পোস্ট, স্পিকলার , রেজিস্ট্রো, অর্গানিক অনলাইন, লেইসফিতা, ডিজিটাল হাব সলিউশন্স লি., স্পাইডার ডিজিটাল, আমার শপ, খাসফুড, সাজগোজ, ওয়ালেট মিক্স, ক্রিয়েটিভ আইটি, বইঘর, টিভিএস, সুন্দরবন, সিএক্সপ্রেস, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ডিবিবিএল, পাঠাও, পেপারফ্লাই, কাবলিওয়ালা, সিন্দাবাদ, বাগডুম, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমইঞ্জিন, বাংলাওয়েট্রেড, বিদ্যুৎ লি:, এপকম, সপারু, জেএমএস, ক্রাফট ভিশন ও সিঙ্গার।

মেলা প্রাঙ্গনে প্রতিষ্ঠানগুলো পরিবেশিত পণ্যের ই-বিপণন ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন ১৮ মে হবে দুইটি সেমিনার। গ্রামীণ ই-কমার্স সেবা পৌঁছে দিতে ই-পোস্ট ডেলিভারি সেবা ও একশপের ভূমিকা শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ হবে সকাল সাড়ে নয়টায়। নারী উদ্যোক্তাদের ই-কমার্স সেবায় তথ্যআপাবিষয়ক সেমিনার হবে বেলা ১২টায়।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মেলার আয়োজক ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।

তিনি জানান, ই-কমার্সের ডাক মেলার পৃষ্ঠপোষকতা করেছে দারাজ, চালডাল.কম, রেজিন্ট্রো.কম, রকমারি.কম, প্রিয়শপ, দিনরাত্রি, এসএমইভাই, স্পিকলার, ফাইবার অ্যাটহোম, এসএসএল কমার্জ ও মাসিক কম্পিউটার জগৎ। পার্টনার হিসেবে রয়েছে এটুআই ও তথ্য আপা।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...