loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ


অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাজেট প্রস্তাব (২০১৯-২০) আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। রোববার (১৯ মে) রাজধানীয় আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনায় এই প্রস্তাব পেশ করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর মহাপরিচালক মো. আলী নূর, বেসিস-এর সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ ও বেসিস-এর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।

বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ সক্ষম হওয়ায়, অর্থমন্ত্রীর কাছে দেশিয় প্রকল্পে অংশগ্রহণের জন্য পিপিআর টেমপ্লেটে দেশিয় প্রতিষ্ঠানবান্ধব নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানের সক্ষমতার দিকগুলো তুলে ধরা হয়।

বাজেট প্রস্তাবনার মূল দিকগুলো ছিল - TA (Technical Assistance Project) এর জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ যাতে উক্ত অর্থ অন্য অনুন্নত দেশে বাংলাদেশি সফল সফটওয়্যার সেবা প্রদান করে স্থানীয় তথ্যপ্রযুক্তি শিল্পের সক্ষমতা বাড়ানো যায়।

তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বাড়ায় বাংলাদেশ অনুন্নত দেশগুলোতে আইটি অবকাঠামো উন্নয়নে টেকনিক্যাল অ্যাসিসস্ট্যান্স প্রদান করবে এই শর্তে যে, অনুদান পাওয়া দেশগুলো বাংলাদেশের আইটি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে। পাশাপাশি, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে পৃথকভাবে তথ্যপ্রযুক্তি শিল্প উন্নয়ন তহবিল বাবদ ২০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট প্রদান সহজীকরণ প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। যেহেতু সরকার ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধার ঘোষণা দিয়েছে, যেহেতু আয়কর অব্যাহতি সনদ তথা ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট ২০২৪ সাল পর্যন্ত একবারে প্রদান করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, জটিলতা নিরসনে বেসিস যাতে আয়কর অব্যাহতি সনদ প্রদান করতে পারে সে-বিষয়টি তুলে ধরা হয়েছে।

এছাড়া, কোনো প্রতিষ্ঠান যদি তার আইটি প্রফেশনালকে বৃত্তি প্রদান করে বিদেশে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠায়, তাহলে সেই বৃত্তি/প্রশিক্ষণ ফি বাবদ ব্যয়িত অর্থের ওপর আয়কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বেসিস-এর প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে শোনেন। বৈঠকে উপস্থিত সিপিটিইউ-এর মহাপরিচালককে জানান, এখন থেকে শুধুমাত্র আইটি খাতের জন্য পিপিআর টেম্পলেটে দেশিয় আইটি প্রতিষ্ঠানসমূহের প্রাধিকার নিশ্চিত করা হবে। এছাড়া, ভ্যাট অনলাইন প্রকল্প বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়ন করবে বলে নির্দেশ প্রদান করেছেন অর্থমন্ত্রী। এছাড়া, বেসিস-এর অন্যান্য প্রস্তাবনাসমূহও গুরুত্ব সহকারে বিবেচনা আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...