loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ


চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ

ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানলেন মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী মায়া ঘোষ। রোববার (১৯ মে) সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তাঁর পুত্র দীপক ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

জানা গেছে, ২০০০ সালে এই অভিনেত্রীর শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় সরোজগুপ্ত ক্যান্সার হাসপাতালে চিকিৎসা শুরু হয় তাঁর। তবে শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। এরপর তাঁর কিডনি, লিভার ও হাঁটুর সমস্যা দেখা দেয়।

২০১৮ সালের অক্টোবর মাসে আবারও ক্যান্সার ধরা পড়ে তাঁর। পুনরায় সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালে নেয়া হয় চলতি বছরের জানুয়ারিতে। সেখান থেকে ফিরে পুনরায় মার্চে যাওয়ার কথা বলা হয়। মার্চে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নেয়া হয়। তবে শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি।

গত ১৫ এপ্রিল মায়া ঘােষকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপরে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে যশোর কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪৯ সালের ৩১ শে ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। তাঁর বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি। একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মায়া। ১৯৮৪ সালে তাঁরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ছিলেন দুই পুত্রের জননী।

১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন মায়া ঘোষ। অসংখ্য টিভি নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ডিবি’-তে তিনি সর্বশেষ অভিনয় করেছেন।

Loading...