loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ


ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের মধ্যে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি গ্রহন করে, যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশে, দক্ষতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আত্নপ্রকাশে সহায়ক হবে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৯ মে) প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩২জন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ৩২টি আধুনিক ল্যাপটপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক ইঞ্জি. মো. আব্দুল কুদ্দুস সরদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক কে এম হাসান রিপনসহ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...