loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জঙ্গিদের কোনো দেশ-ধর্ম নেই: প্রধানমন্ত্রী


জঙ্গিদের কোনো দেশ-ধর্ম নেই: প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গি তাদের কোনো দেশ ও ধর্ম নেই। সোমবার (২০ মে) গণভবনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ-কথা বলেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সৌজন্য সাক্ষাতের শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষ নিষ্ঠা ও সম্মানের সঙ্গে যেন নিজ নিজ ধর্ম পালন করে সেই ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের অবহেলিত মনে না করে - তা জানিয়ে সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, তা মোকাবিলা করে সরকার দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে।

Loading...