loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

১০০০ টাকার নতুন নোট আসছে


১০০০ টাকার নতুন নোট আসছে

নোট জাল হওয়া প্রতিরোধের লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা সংযোজন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিদ্যমান ডিজাইনে ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা-বৈশিষ্ট্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬০ মিলিমিটার/৭০ মিলিমিটার পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (২৩ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ইস্যু করা হবে।

নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে থাকা নোটের নিরাপত্তা সুতার চেয়ে উন্নততর এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন - যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন নোটে বর্তমানে বাজারে থাকা ১০০০ টাকার ব্যাংক নোটের রং ও নকশা অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সামনের ভাগের বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে।

নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ (শহীদ মিনার ও কার্জন হলের ছবিযুক্ত হালকা লাল রংয়ের নোট এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত হালকা বেগুনী রংয়ের নোট) বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Loading...