loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কাতারে হচ্ছে না ৪৮ দলের বিশ্বকাপ


কাতারে হচ্ছে না ৪৮ দলের বিশ্বকাপ

২০২২ সালে কাতারে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফুটবলের সর্বােচ্চ সংস্থা ফিফা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত মার্চেও আভাস দেওয়া হয়েছিল, আগামী ফুটবল বিশ্বকাপে দেখা যেতে পারে ৪৮ দল। তবে শেষ পর্যন্ত ফিফা সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালের বিশ্বকাপে দল বাড়ানো হবে না। আগের মতো ৩২ দল নিয়েই হবে এই বিশ্বকাপ। অর্থাৎ, ২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নেবে ফিফা।

২০২২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। ফুটবলের এই মহাযজ্ঞের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন স্টেডিয়াম। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো ৪৮ দলের বিশ্বকাপের কথা বলে আসছিলেন অনেক আগে থেকেই। গত বছরের শেষের দিকে জানানো হয়, ২০২৬ নয়, ২০২২ বিশ্বকাপেই দেখা যেতে পারে ৪৮ দলের বিশ্বকাপ।

পরবর্তী সময়ে ইনফান্টিনো নিজেই জানিয়েছিলেন, কাতারের একার পক্ষে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে না। তাই পার্শ্ববর্তী আরব দেশগুলোর সাথে আলোচনা করে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা যায় কি-না, সেটা নিয়ে ওমান, কুয়েতসহ বেশ কয়েকটি বৈঠক করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ফিফার সাথে তাদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি। এ-কারণেই ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করতে হয়েছে ফিফাকে, জানিয়েছেন ইনফান্টিনো।

“অনেক আলোচনা ও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৪৮ দলের যে বিশ্বকাপের প্রস্তাব দেওয়া হয়েছিল ২০২২ সালে, সেটা বাস্তবায়ন এখন সম্ভব হবে না। আগামী ৫ জুন ফিফার বৈঠকে এই প্রস্তাব তোলার কথা ছিল, সেটাও আর হবে না।”

এদিকে কাতার বলছে, দেশটি ফিফার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে, “কাতার সবসময়ই চেয়েছে ফুটবলের পরিধি বাড়ুক। ৪৮ দলের বিশ্বকাপের ব্যাপারেও তাই আমরা ইতিবাচক ছিলাম। তবে এখন ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। বিশ্বকাপের এখন সাড়ে তিন বছর বাকি আছে, আমরা ৩২ দলের বিশ্বকাপই আয়োজন করবো। আশা করি এটা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা টুর্নামেন্ট হবে। আমরা চাই এই টুর্নামেন্ট আরব বিশ্বকে গর্বিত করুক।” (অনূদিত)

Loading...