loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা


নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা

ভারতের নির্বাচনে বিশাল জয় পাওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২৩ মে) ভারতকে একটি সার্বজনীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশ্বের গণতন্ত্রে সবচেয়ে বড় এই নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা করা হচ্ছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মোদি তাঁর ডানপন্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র দেশব্যাপী আনন্দ উদযাপনের মধ্যে ঘোষণা দেন, “আমরা একসাথে বেড়ে উঠছি, আমরা একসাথে উন্নতি সাধন করছি। আমরা একসাথে একটি শক্তিশালী ও সার্বজনীন রাষ্ট্র হিসেবে ভারতকে গড়ে তুলবো। ভারত আবারো জিতেছে!” (অনূদিত)

৬৮ বছর বয়সী এই নেতা বিজেপি’র সদরদপ্তরে এলে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ-সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহৃ দেখান। তখন সেখানে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে অভিনন্দন জানিয়েছেন। টুইটার বার্তায় তিনি এই অভিনন্দন জানান। তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী মোদি ফের ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্বের জন্য অনেক ভালো হয়েছে।” (অনূদিত)

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই বিশ্বের অন্যান্য নেতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মোরিসন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদিকে টেলিফোন করেন।

এদিকে নির্বাচনে মোদি বিশাল জয় পাওয়ায় এই প্রথমবারের মতো ভারতের শেয়ারবাজার সেনসেক্স প্রধান সূচক ৪০ হাজার পয়েন্ট লেবেল অতিক্রম করেছে বলে জানা গেছে।

Loading...