loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সুস্থ হয়ে উঠছেন এ টি এম শামসুজ্জামান


সুস্থ হয়ে উঠছেন এ টি এম শামসুজ্জামান

বাংলাদেশি অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকগণ গত সপ্তাহে তাকে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য এই অভিনেতা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে বিছানা ছেড়ে উঠছেন, দাঁড়াতে পারছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন। শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ায় রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলেও ফের লাইফ সাপোর্ট দিতে হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত আন্ত্রিক জটিলতায় ভুগছিলেন এ টি এম শামসুজ্জামান; এর চিকিৎসায় অস্ত্রোপচার করার পরে জটিলতা দেখা দিলেও এখন তিনি ক্রমেই সুস্থ হচ্ছেন।

Loading...