loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মোদিকে সরকার গঠনের আহ্বান জানালেন রামনাথ


মোদিকে সরকার গঠনের আহ্বান জানালেন রামনাথ

ভারতের লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)’র নেতা নির্বাচিত হয়েছেন। জোটের সংসদীয় দলের নেতা হয়ে তিনি শনিবার (২৫ মে) রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। এ-সময় রাষ্ট্রপতি তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

এর আগে প্রথা মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করেছে। মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি ষোড়শ লোকসভা বিলুপ্ত ঘোষণা করেছেন। নতুন সরকারের মন্ত্রিসভায় কে কে থাকছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি’র অভাবনীয় বিজয়ে উচ্ছ্বসিত দলের শীর্ষ নেতারা। এই জয়ের প্রতিদান হিসেবে এ-রাজ্যের কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের ডাক পাওয়ার প্রত্যাশায় রয়েছেন সাংসদদের অনেকেই।

শুক্রবার নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে শনিবার সকালে ষোড়শ লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। মোদির পদত্যাগপত্র গ্রহণ করলেও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তদারকি সরকার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি। 

আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি। 

শনিবার বিজেপি ও শরিক দলের শীর্ষ নেতা এবং নতুন সাংসদরা দিল্লিতে হাজির হন। তাঁদের সবাইকে নিয়ে বৈঠকে বসেন মোদি। সেখানেই তাকে দলনেতা হিসেবে বেছে নেন সাংসদ ও এনডিএ’র শীর্ষ নেতারা।

বিকেলে পার্লামেন্টের সেন্ট্রাল হলে বৈঠক বসে। এনডিএ জোটের নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। এনডিএ জোটের সাংসদদের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে জোটকে আবারও নিরঙ্কুশ জয় উপহার দেয়ায় মোদিকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস করেন মন্ত্রীরা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৩০ মে রাষ্ট্রপতি ভবনে হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। শপথ নেয়ার আগেই নিজের আসন বারানসি সফর করে ভোটারদের ধন্যবাদ জানাতে পারেন মোদি।

ভারতের সংবিধান অনুযায়ী আগামী ৩ জুনের আগে সপ্তদশ লোকসভা গঠন করতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা হস্তান্তরের পরেই নতুন লোকসভা গঠনের কার্যক্রম শুরু হবে।

এ-মাসের শেষের দিকে শপথ নেবে মোদির মন্ত্রিসভা। স্বভাবতই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে কে থাকছেন স্বরাষ্ট্র-অর্থ-প্রতিরক্ষা-পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। রেলমন্ত্রী হবেন কে? বিজেপির কেউ, না শরিক দলের? জল্পনায় উত্তাল বিজেপি’র অন্দরমহল।

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো উত্থান ঘটেছে বিজেপি’র। ২০১৪ সালের নির্বাচনে এ-রাজ্যের ৪২টি আসনের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছিল দলটি। কিন্তু এবার পেয়েছে ১৮টি। ফলে নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে কে কে ঠাঁই পাচ্ছেন - এ-নিয়ে বিজেপির অন্দরমহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিজেপি’র এক সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ৮০ জনকে মন্ত্রী করা হতে পারে। এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫১টি আসন পেয়েছে। ফলে প্রতি চারজন এমপিপিছু একজনকে মন্ত্রী করা যেতে পারে। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৭০ জনের নাম আসছে মন্ত্রিসভার তালিকায়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের তিন বা চারজন এমপিকে এবার মন্ত্রিসভায় নিতে পারেন মোদি।

Loading...