loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ


ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ

স্বজনের সান্নিধ্যে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবি মানুষ। অন্যদিকে গতকাল শুক্রবার ঈদের তৃতীয় দিনেও অনেকেই পরিবার-পরিজন নিয়ে বাড়ি ও অন্যান্য স্থানে গেছেন। ঈদের আগে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি - তাঁদের অনেকেই পরে রওনা হয়েছেন।

যাহোক, রাজধানীতে এখনও চলছে ঈদের আমেজ। ঈদের সাধারণ ছুটি বৃহস্পতিবার (৬ জুন) শেষ হলেও শুক্রবার ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে চিরচেনা ঢাকার অচেনা রূপটিই ছিল। যদিও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ঢাকায় যানবাহনের সংখ্যা একটু বেশি ছিল। যথারীতি দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল। কিছু কিছু কাঁচাবাজার খুললেও বেচাকেনা ছিল কম। এ-অবস্থা আরও কয়েকদিন থাকবে। 

ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর খাবারের দোকানগুলোতেও ছুটি চলছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম স্থানীয় ও আন্তর্জাতিক ফাস্টফুড ব্র্যান্ড ও কফিশপগুলো। কেএফসি, পিৎজা হাট, বিএফসি, খানা’স, কফি ওয়ার্ল্ডসহ প্রায় সব ব্র্যান্ডশপই ছিল নাগরিকদের আনাগোনায় মুখরিত।

এদিকে, বিআইডব্লিওটিএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার ১০০টিরও বেশি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে - যা স্বাভাবিকের চেয়ে বেশি। আর যে লঞ্চগুলো সদরঘাটে এসেছে তাতে ছিলেন রাজধানী-ফেরত কর্মজীবিরা।

কমলাপুর রেলস্টেশনে আসা বিভিন্ন আন্তঃনগর ট্রেনেও নগরবাসীদের ফেরার চিত্র দেখা গেছে। এবার স্বস্তির সঙ্গেই ফিরেছেন বলে অনেকে জানিয়েছেন। 

দূরপাল্লার যে-বাসগুলো ঢাকায় আসছে, তাতে যাত্রী-সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে  বেশি। অবশ্য এর বড় একটা অংশ ছিল ঢাকায় বেড়াতে আসা লোকজন।

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে রাজধানীর চিড়িয়াখানা, শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, বলধা গার্ডেন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন চত্বর, জাতীয় স্মৃতিসৌধ, যমুনা ফিউচার পার্ক, নন্দন পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

গত তিনদিনের মতো আজও সকাল থেকেই ঈদ আনন্দ উদযাপনে উল্লাস-মুখর ছিল রাজধানী ও আশপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ভীষন ব্যস্ত নাগরিক-জীবনে এক পশলা বৃষ্টির মতোই আনন্দ নিয়ে এসেছে এই ছুটি।

Loading...