loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রেকর্ড দ্বাদশ ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন নাদাল


রেকর্ড দ্বাদশ ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন নাদাল

ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রোববার (৯ জুন) প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়ার ডোমেনিক থিমকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা ঘরে তোলেন এই টেনিস তারকা। এই জয়ের ফলে ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড দ্বাদশ শিরোপা নিজের করে নেন তিনি।

প্যারিসের রোঁলা গ্যাঁরোর টেনিস কোর্টে ম্যাচের প্রথম সেটে আধিপত্য দেখান নাদাল। ৬-৩ গেমে প্রথম সেটে জয় পান তিনি। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন থিয়েম। সফলও হন তিনি। ৭-৫ গেমে নাদালকে হারিয়ে ১-১ সেটে সমতায় ফেরেন তিনি।

তৃতীয় সেটে থিমের বিপক্ষে আবারও আধিপত্য দেখান নাদাল। তাঁর কাছে পাত্তাই পাননি থিয়েম। ৬-১ গেমে সেট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যান ৩৩ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

চতুর্থ সেটেও আধিপত্য ধরে রাখেন নাদাল। তাঁর অভিজ্ঞতার কাছে পেরে ওঠেন নি থিম। ৬-১ গেমে সেট জিতে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নিশ্চিক করেন নাদাল। অন্যদিকে, টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে শিরোপা-বঞ্চিত হলেন ডোমেনিক থিম।

এটি রাফায়েল নাদালের দ্বাদশ ফরাসি ওপেন শিরোপা। তিনি পুরো ক্যারিয়ারে জিতেছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একটি নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি ১২টি ট্রফি এই স্প্যানিশ তারকা জিতেছেন। 

অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গরেট কোর্ট অস্ট্রেলিয়ান ওপেনে ১১টি শিরোপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের নারী মার্টিনা নাভ্রাতিলোভা উইম্বল্ডন জিতেছেন নয়টি।

অবশ্য গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের মধ্যে নাদালের চেয়ে দুইটি শিরোপা বেশি জিতে এগিয়ে রয়েছেন রজার ফেদেরার। এই সুইস তারকা এখন পর্যন্ত ২০টি মেজর ট্রফি ঘরে তুলেছেন। ১৫টি শিরোপা জয় করে তৃতীয় স্থানে রয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।

নাদাল ফ্রেঞ্চ ওপেনে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারটি শিরোপা জিতেছেন। পরে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত জেতেন টানা আরও পাঁচটি ট্রফি। এরপরে ২০১৭ থেকে ২০১৯পর্যন্ত জিতলেন টানা তিনটি শিরোপা। 

ফ্রেঞ্চ ওপেন ছাড়া নাদাল ইউএস ওপেন তিনটি, উইম্বল্ডন দুইটি ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন একবার করে।

Loading...