loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

১১ মাসে রপ্তানি-আয় প্রবৃদ্ধি ১১.৯২%


১১ মাসে রপ্তানি-আয় প্রবৃদ্ধি ১১.৯২%

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বাংলাদেশের রপ্তানি-আয় বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৯২ শতাংশ। এ-সময়ে রপ্তানি আয় হয়েছে তিন হাজার ৭৭৫ কোটি মার্কিন ডলার - যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬.৬৪ শতাংশ বেশি।

অন্যদিকে, একক মাস হিসেবে গত মে মাসে রপ্তানি-আয় আগের বছরের একই মাসের তুলনায় ১৪.৭৮ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি-আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৫৪০ কোটি ডলার। এর বিপরীতে আয় হয়েছে তিন হাজার ৭৭৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল তিন হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার।

অন্যদিকে, মে মাসে ৩৫৯ কোটি ১০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি-আয় হয়েছে ৩৮১ কোটি ৩৩ লাখ ডলার। সুতরাং, লক্ষ্যমাত্রার তুলনায় গত মাসে রপ্তানি-আয় ৯.২৩ শতাংশ বেশি হয়েছে। গত অর্থবছরের মে মাসে রপ্তানি-আয়ের পরিমাণ ছিল ৩৩২ কোটি ২৪ লাখ ডলার।

প্রধান রপ্তানি-পণ্য তৈরী পোশাকখাতের আয় ধারাবাহিকভাবে ভালো হওয়ায় রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...