loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত


ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টসই করা সম্ভব হয়নি, বল মাঠে গড়ানো তো পরের কথা। ফলে উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে।

এবারের আসরে এর আগে নিউজিল্যান্ড তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। অন্যদিকে ভারত দুটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। এই ম্যাচটি না হওয়ায় চার ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট নিয়ে ভারত আছে তৃতীয় স্থানে।

বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির কারণে নটিংহামে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ শুরু হয়নি। মাঝখানে কিছুক্ষণ বৃষ্টি থামলে কভার সরিয়ে ফেলে ট্রেন্ট ব্রিজ গ্রাউন্ডসম্যানরা মাঠ শুকাতে কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলে আবার কভার দিয়ে মাঠ ঢেকে রাখতে হয়।

বৃষ্টির কারণে এবারের  আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ পরিত্যক্ত হলো। তাই আয়োজকেরা এখন কড়া সমালোচনার মুখে। এর আগে কোনো ক্রিকেটে বিশ্বকাপে এতোগুলো ম্যাচ পরিত্যক্ত হয়নি।

১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা-কেনিয়া-জিম্বাবুয়ে বিশ্বকাপে দু’টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

গত ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা, ১০ জুন সাউথাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৭টি ম্যাচ হয়েছে, বাকি ৩১ ম্যাচ। এরইমধ্যে পরিত্যক্ত ম্যাচের সংখ্যায় রেকর্ড গড়লো ইংল্যান্ড-ওয়েল্স বিশ্বকাপ।

Loading...