loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

বর্ষা এসেছে...


বর্ষা এসেছে...

আজ ভোর থেকেই মেঘলা ছিল আকাশ। সকাল হতেই অঝোর ধারায় নামলো বৃষ্টি। এমন বর্ষণেই প্রকৃতি জানান দিলো - আজ বর্ষার প্রথম দিন, পহেলা আষাঢ় (১৪১৬ বঙ্গাব্দ)।

গ্রীষ্মের তাপপ্রবাহ শেষে বর্ষার আগমনে স্বস্তি ফিরেছে জনমনে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহরে। অবশ্য গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন জায়গায় বর্ষার আগমনী বার্তা শোনা গেছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে; তা সত্য প্রমাণ করে ঝরছে বরিষণ। ঝরবেই তো, এখন যে বর্ষা!

এদিকে রাজধানীতে বাঙালির প্রাণের ঋতু বর্ষাকে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বরণ করা হয়েছে। সকালে বাংলা একাডেমির নজরুলমঞ্চে উচ্চাঙ্গ সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষাঋতুকে স্বাগত জানানো হয়। শিল্পী ইবাদুল হকের সুরমুর্ছনায় জেগে উঠে বর্ষার আবাহন। এরপর বর্ষাঋতুর গানের সাথে একদল শিল্পীর নৃত্যের ঝংকারে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে উদযাপিত হয় ‘বর্ষা উৎসব ২০১৯’। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। নৃত্য, সংগীত, আবৃত্তিতে বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নেন।

কাগজে-কলমে আগামী দু’মাস (আষাঢ়-শ্রাবণ) বর্ষাকাল। প্রকৃতিকে সবুজ-সতেজ করার মন্ত্র নিয়ে বর্ষা চালাবে নিজের রাজত্ব। আর নাগরিক-মন হয়তো নিজের অজান্তেই গেয়ে উঠবে - 

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে...

Loading...