loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

‘ওয়াকার’ ফুটওয়্যার-এর ৫০তম শোরুম টাঙ্গাইলে


‘ওয়াকার’ ফুটওয়্যার-এর ৫০তম শোরুম টাঙ্গাইলে

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ‘ওয়াকার’ টাঙ্গাইলে একটি শোরুম চালু করেছে। এটি ‘ওয়াকার’ ফুটওয়্যার এর ৫০তম শোরুম।

সম্প্রতি টাঙ্গাইল সদরের পুরাতন জেলখানা রোডে আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল শোরুমটি উদ্বোধন করেন। শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষনীয় ডিজাইনের জুতা রয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল বলেন, “ওয়াকার জুতার অন্যতম বৈশিষ্ট্য হলো সব বয়সীদের জন্য সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে জুতা উৎপাদন করা। আমরা নারী-পুরুষ ও শিশুদের রুচি অনুযায়ী নতুন নতুন ডিজাইনের জুতা উপহার দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে এসব জুতা সকলের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করছি”।

ওয়াকার ফুটওয়্যার-এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...