loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

প্রচার শেষ, পঞ্চম ধাপের উপজেলা ভোট মঙ্গলবার


প্রচার শেষ, পঞ্চম ধাপের উপজেলা ভোট মঙ্গলবার

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ভোটগ্রহণের সব ধরনের প্রচার কাজ শেষ হয়েছে রোববার (১৬ জুন) মধ্যরাতে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ভোট-কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্বাচনী-উপকরণ পাঠানোসহ প্রায় সব প্রস্তুতিই শেষ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নামছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যবৃন্দও। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, মঙ্গলবার (১৮ জুন) ২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এগুলো হলো - শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, নারায়ণগঞ্জ বন্দর, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ, নোয়াখালী সদর উপজেলা, নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়া।

ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনের সবধরণের প্রচার বন্ধ রাখতে হয়। ভোটগ্রহণ আগামী মঙ্গলবার, সেই অনুযায়ী রোববার দিনগত মধ্যরাতেই শেষ হয়েছে প্রচার কাজ।

নির্বাচন কমিশন সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, শেষ ধাপে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো - গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন গত ১০ মার্চ শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ ধাপে ইভিএম-এও ভোট নেয় কমিশন।

মঙ্গলবারের ভোট উপলক্ষে বন্ধ থাকবে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। রোববার (১৬ জুন) মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং অন্যান্য ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ থাকবে ১৮ জুন মধ্যরাত পর্যন্ত।

Loading...