loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দ্রুততম ১১ হাজার ওডিআই রান করলেন কোহলি


দ্রুততম ১১ হাজার ওডিআই রান করলেন কোহলি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সময়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে রোববার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

ত্রিশ বছর বয়সী এই তারকা ২২২ ইনিংসে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তিনি ভেঙেছেন স্বদেশি শচিন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ১১ হাজার রান করেছিলেন ২৭৬ ইনিংসে।

ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় ইনিংসের ৪৫তম ওভারে বাউন্ডারি হাকিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এদিন নিজের ২৩০তম ওয়ানডেতে ৬৫ বলে ৭৭ রান করেছেন এই ডানহাতি ব্যাট্সম্যান। ২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়ার পরে এটা ছিল তাঁর ৫১তম অর্ধশত রান।

ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রানের মাইলফলকটিও গত বছর স্পর্শ করেছেন তিনি। দশ হাজার রানের অভিজাত ক্লাবে কোহলি ভারতের তৃতীয় সদস্য।

Loading...