loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রেকর্ডের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিলো ইংল্যান্ড


রেকর্ডের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে আধিপত্য ধরে রেখেছে স্বাগতিক ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে বুধবার (১৮ জুন) আফগানিস্তানকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইংল্যান্ড চতুর্থ জয় পেয়েছে। এই জয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইংলিশরা। অন্যদিকে টানা পঞ্চম পরাজয়ে সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেছে আফগানিস্তানের।

এই ম্যাচে নয় ওভারে ১১০ রান দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং রেকর্ড গড়েছেন আফগান বোলার রশিদ খান। অপরদিকে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছয়ের রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক ওয়েন মরগান। ইংল্যান্ডের ৩৯৮ রান এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবোর্চ্চ সংগ্রহ।

টসে জিতে ব্যাট করতে নেমে মরগানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ছয় উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল। জবাবে ব্যাট করতে আট উইকেটে ২৪৭ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।

৩৯৮ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নূর আলির উইকেটে হারায় আফগানরা। দ্বিতীয় উইকেটে ৪৮ রান যোগ করেন গুলবাদিন নাঈব ও রহমত শাহ। নাঈব ৩৭ রান করে মার্ক উডের শিকারে পরিণত হন।

এরপর তৃতীয় উইকেট জুটিতে আরও ৫২ রান যোগ করেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি। ৪৬ রান করে রহমত শাহ আদিল রশিদের বলে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন।

চতুর্থ উইকেটেও শক্ত প্রতিরোধ গড়েন হাশমতউল্লাহ ও আসগর আফগান। ৯৪ রান যোগ করেন তাঁরা। তবে রান তোলার গতি কম থাকায় ম্যাচ থেকে আগেই ছিটতে যায় আফগানিস্তান। আজগর ৪৪ রান করে আদিল রশিদের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এরপর আর কোনো আফগান ব্যাট্সম্যান রানের দেখা পাননি। হাশমতউল্লাহ ৭৬ রান করে বিদায় নেন। ইংল্যান্ডের জোফরা আর্চার ও রশিদ তিনটি এবং মার্ক উড দুইটি উইকেট নেন।

ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানে ভিন্সের উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ১২০ রান যোগ করেন জো রুট। ব্যক্তিগত ৯০ রান করে গুলবাদিন নাঈবের বলে প্যাভিলিয়নে ফেরত যান বেয়ারস্টো।

এরপর তৃতীয় উইকেটে আরও ১৮৯ রান যোগ করেন রুট ও মরগান। ৫৭ বলে তুলে নেন বিশ্বকাপের চতুর্থ দ্রুত সেঞ্চুরি। সেই সাথে ১৭টি ছক্কা মেরে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটিও নিজের করে নেন মরগান।

অন্যদিকে অর্ধশত রান করেছেন রুট। ৮৮ রান করে গুলবাদিন নাঈবের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। একই সঙ্গে ভাঙে ১৮৯ রানের তৃতীয় উইকেট জুটি।

রুটের বিদায়ের পরে বিদায় নেন মর্গ্যান। গুলবাদিন নাঈবের বলে রহমত শাহ’র হাতে ধরা পড়ার আগে খেলেন ৭১ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। স্কোরবোর্ডে রান তখন সাড়ে তিনশ পেরিয়েছে।

শেষদিকে মঈন আলির নয় বলে ৩১ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ছয় উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। 

আফগানিস্তানের গুলবাদিন নাঈব ও দৌলত জাদরান তিনটি করে উইকেট নেন।

Loading...