loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের গোলশূন্য ড্র


ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের গোলশূন্য ড্র

কোপা আমেরিকা ফুটবলে বুধবারের (১৯ জুন) খেলায় দু’টি বল জালে পাঠিয়েছিল স্বাগতিক ব্রাজিল কিন্তু সেগুলো ভিএআর-এ পর্যালোচনা করে বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় চলতি আসরে শুভসূচনা করা কোচ তিতের শিষ্যদের।

প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো ব্রাজিল। এদিন অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখেও ফল পায়নি কটিনিয়ো-জাসুসরা। একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষকে টলাতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।

বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে ‘এ’ গ্রুপের ম্যাচটি ড্র হওয়ায় দুই ম্যাচে একটি জয় নিয়ে এ’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল।

এদিন ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখে ব্রাজিল। পঞ্চদশ মিনিটে প্রথম গোলের সুযোগও পেয়ে যায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন দাভিদ নেরেস।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখা ব্রাজিলের ৫০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। ৬০তম মিনিটে জালে বল পাঠান রিশার্লিসনের বদলি নামা গাব্রিয়েল জাসুস; কিন্তু সেই গোলটি ভিএআর-এর সাহায্য নিয়ে অফসাইডের সংকেত দিয়ে বাতিল করে দেন রেফারি।

৯০ মিনিটে এভেরতনের কাটব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন কটিনিয়ো। তবে ভিএআর-এর সহায়তায় আবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আক্রমণে পিছিয়ে থাকলেও শক্ত রক্ষণভাগের কারণে শেষ পর্যন্ত ব্রাজিলকে গোল না করতে দিয়েই খেলা শেষ করতে পেরেছে ভেনেজুয়েলা।

Loading...