loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

১৭ ছক্কায় ওডিআই ক্রিকেটে মরগানের বিশ্বরেকর্ড


১৭ ছক্কায় ওডিআই ক্রিকেটে মরগানের বিশ্বরেকর্ড

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ছক্কা হাকানোর নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগান। মঙ্গলবার (১৯ জুন) ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে ১৭টি ছক্কা হাকিয়ে ১৪৮ রান করেছেন তিনি।

এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কা হাকিয়ে মরগানসহ যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি ছক্কা মেরেছিলেন মরগান। সেই ম্যাচে ২১৫ রান করেন তিনি।

মঙ্গলবার গুলবাদিন নাঈবের বলে সপ্তদশ ছক্কা হাকিয়ে আগের রেকর্ড টপকে যান মরগান। আফগানিস্তান অধিনায়কের বলেই সাজঘরে ফেরার আগে ইংলিশ দলপতি তাঁর ৭১ বলের বিধ্বংসী ইনিংসটি সাজান ১৭টি ওভার বাউন্ডারিসহ মোট ২১টি বাউন্ডারি দিয়ে।

এদিন নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ছয় উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে - যা এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। জনি বেয়ারস্টো ৯৯ বলে ৯০ ও জো রুট ৮২ বলে ৮৮ রান সংগ্রহ করেন। নয় বলে ৩১ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মঈন আলি।

আফগানিস্তানের হয়ে দৌলত জাদরান ৮৫ রানে ও গুলবাদিন নাঈব ৬৮ রানের বিনিময়ে তিনটি করে উইকেট নেন। 

স্বাগতিক দেশ ম্যাচটি জিতেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে।

Loading...