loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মিশেল প্লাটিনি গ্রেফতার


মিশেল প্লাটিনি গ্রেফতার

“ঘুষের বিনিময়ে” কাতারকে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক করায় গ্রেফতার করা হয়েছে সাবেক ইউয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। মিডিয়াপার্ট নামের এক ফরাসি তদন্তকারী দৈনিক জানিয়েছে, মঙ্গলবার (১৮ জুন) সাবেক তারকা এই ফুটবলারকে নিরাপত্তা-হেফাজতে নেওয়া হয়েছে।

ফুটবলকে আরও বেশি “বৈশ্বিক” করতে ২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই এ-নিয়ে বিতর্ক দানা বাধে। অভিযোগ ওঠে - কাতারকে আয়োজক করতে ফিফা “দুর্নীতির পথ বেছে নিয়েছিল”।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার সাবেক ভাইস-প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার সে-সময় দাবি করেছিলেন, “বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে কাতারকে বিশ্বকাপের আয়োজক করা হয়েছিল।”

এদিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সবচেয়ে বড় সহযোগীদের একজন ছিলেন ফরাসি ফুটবল-কিংবদন্তি প্লাটিনি। তিনি আবার ইউয়েফা সভাপতি পদের পাশাপাশি ফিফার টেকনিক্যাল অ্যান্ড ডেভলপমেন্ট কমিটিরও চেয়ারম্যান ছিলেন। দুর্নীতির দায়ে দু’জনকেই ফুটবলের সকল কার্যক্রম থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

যদিও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াননি বলে বরাবরই বলে আসছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী প্লাটিনি। তাঁর বিরুদ্ধে “মিথ্যা” অভিযোগের কারণে তিনি মানহানির মামলাও করেন।

Loading...