loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আরেকটি ওডিআই রেকর্ড গড়লেন হাশিম আমলা


আরেকটি ওডিআই রেকর্ড গড়লেন হাশিম আমলা

বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি পালক যুক্ত করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাট্সম্যান ওপেনার হাশিম আমলা। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত আট হাজার রান করার কৃতিত্ব দেখালেন তিনি।

ইংল্যান্ড ও ওলেল্সে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৫তম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে বুধবার (১৯ জুন) নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন আমলা। এই ম্যাচে ৮৩ বল মোকাবেলায় ৫৫ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন তিনি।

৩৬ বছর বয়সী এই ওপেনার ৫০ ওভার ফর্মেটে ১৭৬তম ইনিংসে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ-অর্জন থেকে মাত্র ২৪ দূরে থেকে ৭৯৭৬ রান নিয়ে বুধবার মাঠে নামেন তিনি। বিশ্বের দ্বিতীয় দ্রুততম হলেও দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাট্সম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে আট হাজার রানের মালিক হলেন আমলা।

দ্রুত আট হাজার রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপড়ে আছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। এই রেকর্ড নিজের করে নিতে তিনি খেলেছেন ১৭৫ ইনিংস। আর এই মাঠেই দুই বছর আগে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলি।

দ্রুত আট হাজার রান (ইনিংস হিসেবে)

১৭৫: ভিরাট কোহলি (ভারত)

১৭৬: হাশিম আমলা (দ. আফ্রিকা)

১৮২: এবি ডি ভিলিয়ার্স (দ.আফ্রিকা)

২০০: সৌরভ গাঙ্গুলি (ভারত)

২০০: রোহিত শর্মা (ভারত)

উল্লেখ্য, দ্রুত দুই, তিন, চার,পাঁচ, ছয় ও সাত হাজার রানের রেকর্ডগুলো এখনও আমলার দখলে।

Loading...