loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

উরুগুয়েকে রুখে দিয়েছে জাপান


উরুগুয়েকে রুখে দিয়েছে জাপান

শক্তিমত্তার দিক থেকে অনেক এগিয়ে থাকা উরুগুয়েকে রুখে দিলো জাপান। কোপা আমেরিকা ফুটবলের ‘সি’ গ্রুপে শুক্রবারের (২১ জুন) ভোরের ম্যাচটি ২-২ ড্রতে শেষ হয়েছে।

এদিন প্রথম থেকেই জাপানের উপর চাপ বজায় রাখলেও নিজেদের রক্ষণভাগ খুব একটা ভালো সামলাতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোল হজম করে দলটি। জাপানের কোজি মিওশি গোলটি করেন।

গোল পরিশোধে অবশ্য বেশি সময় নেয়নি উরুগুয়ে। ৩২তম মিনিটে তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পা থেকে আসে সমতা সূচক গোলটি। ১-১ গোলের সমতায়ই প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পরে ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় জাপান। দ্বিতীয় গোলটিও আসে মিওশির কাছ থেকেই। তবে ৬৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উরুগুয়ে। জস গিমেঞ্জ করেন এই গোলটি।

বাকি সময় আর গোল না হওয়ায় ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। 

এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। এক পয়েন্ট পেয়ে জাপানের অবস্থান তৃতীয়।

Loading...