loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

নাসায় যাচ্ছে বাংলাদেশ দল


নাসায় যাচ্ছে বাংলাদেশ দল

নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-এর বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ছয় ক্যাটাগরির ছয়টি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

সম্প্রতি নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-এর আয়োজক কমিটি থেকে বিজয়ী দল এবং বাংলাদেশে নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-এর আয়োজক দলকে কেনেডি স্পেস সেন্টার ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৯  জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দ্যেশে রওনা হয়ে ২০ জুলাই পৌঁছানোর পরে ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে নাসার উদ্দ্যেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

২১ জুলাই ফ্যালকন-নাইন স্পেস শাটলের উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নেবে নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-এর বিজয়ীদল ও প্রতিনিধিরা। পরবর্তী দুইদিন (২২-২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে বিশ্বচ্যাম্পিয়ন ছয়টি দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে এবং কেনেডি স্পেস সেন্টার ঘুরে দেখবে।

উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-তে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় এ-বছরের ১৬ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো ১৩৯৫টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জ ২০১৮-এর শিরোপা অর্জন করে বাংলাদেশ।

বেস্ট ইউজ অফ ডেটা ক্যাটাগরিতে শীর্ষ চারে স্থান করে নেয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট থেকে বিজয়ী হিসেবে মনোনয়ন পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর ঘোষিত প্রাথমিক ফলাফলে বিশ্বের ৭৯টি দেশের প্রায় ২৭২৯টি দলের সাথে প্রতিযোগিতা করে নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জের দুইটি ক্যাটাগরির শীর্ষ চারে উঠে আসে বাংলাদেশ। 

টিম অলিকের “লুনার ভি আর প্রজেক্ট” টি মূলত একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন - যার মাধ্যমে ব্যবহারকারী চাঁদে ভ্রমণের একটি আবহ পাবেন। টিম অলিক নাসা প্রদত্ত বিভিন্ন রিসোর্স থেকে থ্রিডি মডেল ও তথ্য সংগ্রহ করে নাসা আপোলো ১১ মিশনের ল্যান্ডিং এরিয়া ভ্রমণ, চাঁদ থেকে সূর্যগ্রহন দেখা এবং চাঁদকে একটি স্যাটেলাইটের মাধ্যমে আবর্তন করা - এই তিনটি ভিন্ন পরিবেশকে ভার্চুয়ালভাবে তৈরী করেছে। 

নাসায় বাংলাদেশ দলের অংশ নেয়া প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের নিয়ে গড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল টিম অলিক বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে বেসিস, বেসিস স্টুডেন্টস ফোরামের মাধ্যমে এই আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের দল বিশ্বজয়ী হলো। পাশাপাশি, নাসায় এবার উড়বে বাংলাদেশের পতাকা। এই অর্জন ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি অনন্য দৃষ্টান্ত।

এই অর্জন সম্পর্কে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, “এ-বছর আমাদের লক্ষ্যই ছিল গত তিন আসরের তুলনার ভালো করার। প্রথমবারের মতো নাসা স্পেস অ্যাপ্স চ্যালেঞ্জের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাংলাদেশ দল নাসায় যাচ্ছে। আমরা বেসিস থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে-যাত্রা অব্যাহত রেখেছি, এই অর্জন আমাদের প্রচেষ্টার পথে আরেকটি বড় মাইলফলক।”

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...