loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আমার ইন্টারনেট আমার আয় কর্মসূচির প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান


আমার ইন্টারনেট আমার আয় কর্মসূচির প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচি থেকে গত দুই বছরে ৬৪ জেলায় ছয়মাস মেয়াদী ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের উপর ২,৩০৪ জন প্রশিক্ষণসম্পন্নকারীর মধ্যে সনদপত্র প্রদান করেছে জাতীয় মহিলা সংস্থা।

গত সোমবার (২৪ জুন) জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম।

‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচির সফলতা একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এই কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

অর্থমন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের উপর নারীদের দুই বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদান শুরু হয় গত ২৫ জুন, ২০১৭ তারিখে এবং তাঁদেরকে উৎসাহ প্রদান করা হয় যেন তাঁরা ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।

‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচিতে জেলাভিত্তিক (৬৪ জেলা) মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষিত ২,৩০৪ জন নারীকে তিনটি ধাপে (২২ দিন অনলাইন ক্লাস, ছয় দিন সরাসরি ক্লাস এবং চার মাস অনলাইন সাপোর্ট) ছয়মাস মেয়াদে ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশের নারীদের জন্য ‘আমার ইন্টারনেট আমার আয়’ কর্মসূচি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশীয় ফ্রিল্যান্সিং শিল্পে নারীদের অংশগ্রহণ যত বাড়বে, ততই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, পাশাপাশি নারীরাও হয়ে উঠবেন স্বাবলম্বী।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...