loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২০২০ কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়ায়


২০২০ কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়ায়

২০২০ কোপা আমেরিকা ফুটবল ফাইনালের স্বাগতিক হিসেবে কলম্বিয়ার নাম ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফসিএফ)। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

আগামী বছর কোপা আমেরিকার আসর যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবে। এফসিএফ জানিয়েছে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ কলম্বিয়ায় হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার স্বাগতিক হিসেবে স্বত্ব পেল কলম্বিয়া। এর আগে ২০০১ সালে প্রথমবারের মতো সেখানে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে-বছর ফাইনালে মেক্সিকোকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল কলম্বিয়া।

এফসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, কলম্বিয়ান ফুটবল ফেডারেশন ২০২০ কলম্বিয়া-আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল আয়োজনের সুযোগ পেয়ে অত্যন্ত গর্বিত। এফসিএফ আশা করছে আর্জেন্টিনার সাথে মিলে দারুন একটি আসর হবে সেটি।

২০১১ সালের কোপা আমেরিকার আয়োজক আর্জেন্টিনা এবার সেমিফাইনালে উঠেছে যেখানে দেশটির প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।

Loading...