loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিপিএল: বসুন্ধরার জয়রথ ছুটছেই


বিপিএল: বসুন্ধরার জয়রথ ছুটছেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ষোড়শ রাউন্ডে পিছিয়ে পড়েও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা দশম জয় তুলে নিয়েছে নবাগত ক্লাবটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শনিবার (২৯ জুন) ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে বসুন্ধরা। ১২ মিনিটে মেহেদী হাসান রয়েলের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১-০)। তবে সমতায় ফিরতে সময় নেয়নি অস্কার ব্রুজনের শিষ্যরা। ৩৩ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে বল জালে পাঠান নাসিরউদ্দিন চৌধুরী (১-১)।

প্রধমার্ধের যোগ হওয়া সময়ে লিড নেয় বসুন্ধরা। দানিয়েল কলিনেড্রেসের ক্রস থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন নাসিরউদ্দিন (২-১)। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ায় বসুন্ধরা। দারুণ এক গোলে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস (৩-১)।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা। ম্যাচের একেবারে শেষের দিকে গোল করে বসুন্ধরার ৪-১ গোলে জয় নিশ্চিত করেন আলমগীর কবির রানা।

এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজুবত করলো বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।

Loading...