loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল


আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

কোপা আমেরিকার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকালে বেলো হরিজোন্তের এস্তাদিও মিনেইরোতে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় স্বাগতিক দল।

এবার কোপা আমেরিকায় শুরু থেকেই দুর্বল ছিল আর্জেন্টিনা দল। কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়ে হোঁচট খায় আলবিসেলেস্তেরা। পরের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আবারো ধাক্কা। পরে কাতারকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে মেসির দল। এরপর শেষ আটে ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে সেমিফাইনালে আসে।

অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল খেলছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনাল, এরপর প্যারাগুয়েকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় তিতের দল।

বুধবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত এক আক্রমণ করেন রবার্তো ফিরমিনো। তবে তাঁর সে প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। অবশ্য সেটিকে পরে অফসাইড দেখানো হয়েছে। নবম মিনিটে আর্জেন্টাইন রক্ষণে ফের আক্রমণ করে স্বাগতিকরা। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জাসুসকে রুখতে গিয়ে ফাউল করেন নিকলাস তালিয়াফিকো। ম্যাচের দশ মিনিট হওয়ার আগেই প্রথম হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচে প্রথম গোলের সুযোগটা কিন্তু তৈরি করেছিল আর্জেন্টিনা। ফাঁকায় থাকা লিওনার্দো পারেদেস ১২ মিনিটের মাথায় দুর্দান্ত এক শট নেন ব্রাজিলের গোলবারের উদ্দেশ্যে - যা পরাস্ত করে গোলরক্ষক অ্যালিসন বেকারকেও, কিন্তু তা একটুর জন্য বারের ওপর দিয়ে চলে যায়। বড় সুযোগ হারায় মেসিরা।

১৯ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। অধিনায়ক দানি আলভেস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান ফিরমিনোর উদ্দেশ্যে। তবে ফিরমিনো তা রিসিভ না করে সরাসরি পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো জাসুসকে। সুযোগসন্ধানী জাসুস গোলের এই সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি (১-০)।

আর্জেন্টিনার সামনে গোল শোধের দারুণ এক সুযোগ আসে ৩০তম মিনিটে। বাঁ পাশ থেকে মেসির ফ্রি-কিকে লাফিয়ে দারুণ হেড করেন সার্জিও আগুয়েরো। কিন্তু সেটি লাগে ক্রসবারে।

প্রথমার্ধের বাকি সময় দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণেই শেষ হয়। 

বিরতি পরে ৭১তম মিনিটে ফিরমিনোর গোলে ব্যবধান দ্বিগুণ করে কোপার আটবারের শিরোপাজয়ীরা। এই গোলের প্রধান উৎস ছিলেন জাসুস। মাঝমাঠ থেকে এই স্ট্রাইকার ডি-বক্সে ঢুকে ডান দিকে বল বাড়ান। ফাঁকায় বল পেয়ে বাকি কাজ সহজেই শেষ করেন ফিরমিনো (২-০)।

এই গোলেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আলভেসদের। বাকী সময় আর্জেন্টিনা চেষ্টা করলেও গোলের দেখা পায়নি।

একযুগ পর কোপার ফাইনালে উঠলো তিতের শিষ্যরা। ২০০৭ সালে সবশেষ ফাইনাল খেলেছিলো ব্রাজিল।

Loading...