loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

চিলিকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পেরু


চিলিকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পেরু

১৯৭৫ সালে কোপা আমেরিকা ফুটবলের  শিরোপা জিতেছিল পেরু। এরপর প্রতিযোগিতাটির ফাইনালেই খেলতে পারেনি দেশটি। ৪৪ বছরের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে আজ (৪ জুলাই)। গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে চমক দেখিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু।

আজ বাংলাদেশ সময় সকালে পোর্তো অ্যালেগ্রেতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুভিয়ানরা। প্রথমার্ধের ২১ ও ৩৮তম মিনিটে দলটির হয়ে লক্ষ্যভেদ করেন যথাক্রমে এডিনসন ফ্লোরেস ও ইয়োসমার ইয়োতুন। বিরতির পরে নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেরুর বড় জয় নিশ্চিত করেন বর্ষীয়ান তারকা পাওলো গুয়েরেরো।

ম্যাচের যোগ হওয়া সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআর প্রযুক্তির মাধ্যমে পেনাল্টি পেয়েছিল চিলি। কিন্তু এদুয়ার্দো ভারগাসের স্পট-কিক পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে রুখে দেওয়ায় ব্যবধান কমানোর সুযোগ হারায় দলটি।

আগামী রোববার শিরোপা লড়াইয়ে স্বাগতিক ও আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। রিও ডি জেনেইরোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ফাইনালে পেরুকে কঠিন পরীক্ষা দিতে হবে - তা বলাই বাহুল্য। ব্রাজিল এবারের আসরে দারুণ ফুটবল খেলছে। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি সেলেকাওরা। এর আগে  নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনালে তাঁরা চারবার কোপা আমেরিকার শিরোপা জয় হয়েছিল।

Loading...