loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিমানের হজ-ফ্লাইট শুরু


বিমানের হজ-ফ্লাইট শুরু

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ-বছরের প্রথম হজ-ফ্লাইট আজ (৪ জুলাই) সকালে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রথম হজ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় ঢাকা ছেড়েছে।

বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

জানা গেছে, বিমান এ-বছর মোট হজযাত্রীর অর্ধেক-সংখ্যক পরিবহন করবে। অবশিষ্ট হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। আগামী ৬ জুলাই থেকে সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে।

উল্লেখ্য, হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনায় বিশেষ ব্যবস্থা করেছে। এ-বছর চট্টগ্রাম থেকে ১৯টি ও সিলেট থেকে তিনটি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

Loading...