loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নারী বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র


নারী বিশ্বকাপের চতুর্থ শিরোপা জিতলো যুক্তরাষ্ট্র

নারী ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (৭ জুলাই) রাতে ফ্রান্সের লিয়নে টুর্নামেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রকে জয় এনে দেন মেগান রেপিনো ও রোউস লেভেল।

এদিন প্রথমার্ধে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ৬১তম মিনিটে কাটে গোল-খরা। ডাচ ডিফেন্ডার স্টেফানি ভ্যান ডার গ্র্যাট মার্কিন তারকা অ্যালেক্স মরগানকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। রেফারি ভিএআর-এর সহায়তা নিয়ে সিদ্ধান্তে অটল থাকলে দারুণ স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন মার্কিন অধিনায়ক রেপিনো।

দু’দিন আগে নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করা রেপিনো ডাচ গোলরক্ষক সারি ভ্যান ভিনেন্ডালকে পরাস্ত করে নিজের ৫০তম আন্তর্জাতিক গোলের দেখা পান। এই আসরে এটি তাঁর ষষ্ঠ গোল - যা তাঁকে গোল্ডেন বুটে ভূষিত করেছে। নারী বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তিও এখন তাঁর।

৬৯তম মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বল বানিয়ে গোলও পোস্টের ১৮ গজ দূর থেকে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন লেভেল।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে হারেনি মার্কিন নারীদল। এই সময়ে দলটি ১২ ম্যাচে ২৬ গোল করে আরেকটি রেকর্ড গড়েছে।

এই নিয়ে বিশ্বকাপের আট আসরে চতুর্থ শিরোপা জিতলো মার্কিন দল। এর আগে ১৯৯১, ১৯৯৯ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় দেশটি। তাছাড়া জার্মানির পর এই প্রথম টানা দুইবার শিরোপা জেতার ইতিহাসও গড়া হয়ে গেল। ২০০৩ ও ২০০৭ সালে বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিল জার্মান নারীদল।

গত শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন।

Loading...