loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আলাদা হলো বিসিবি ও স্টিভ রোডসের পথ


আলাদা হলো বিসিবি ও স্টিভ রোডসের পথ

২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি টিম বাংলাদেশ। আর এ-কারণেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল কোচ স্টিভ রোড্সকে ছাঁটাই করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন কিছু হয়নি, তবে বোর্ডের সঙ্গে সমঝোতার মাধ্যমে রোড্স সরে দাঁড়িয়েছেন বলে জানান বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রোড্সের দায়িত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাহী এক সাক্ষাৎকারে বলেছেন, “বিষয়টি এমন নয় যে আমরা তাঁকে বরখাস্ত করেছি। দুই পক্ষ একটি সমঝোতায় এসেছি বিশ্বকাপের পরে, যদিও তাঁর সঙ্গে চুক্তি ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা এটিকে সমঝোতা হিসেবেই নিচ্ছি। আমরা এখন থেকেই এর বাস্তবায়ন করছি।” 

অর্থাৎ, রোড্স টাইগারদের সঙ্গে  থাকছেন না এ-মাসের শেষে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজ থেকেই।

রোড্সের জায়গায় কে আসতে পারেন তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন। আগামী বোর্ড সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরে হয়তো ভারপ্রাপ্ত কোচের অধীনেই খেলতে হবে টাইগারদের।

২০১৭ সালে চন্ডিকা হাথুরুসিংহের আকস্মিক বিদায়ের পরে ২০১৮ সালের জুনে টাইগারদের দায়িত্ব নেন রোড্স। 

এদিকে পেস বোলিং কোচ কোর্টনি ওয়াল্শের সঙ্গেও চুক্তি নবায়ন করবে না বিসিবি। এই বিশ্বকাপ পর্যন্তই ওয়ালশের সঙ্গে চুক্তি ছিলো বিসিবি’র।

Loading...