loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বৃষ্টিতে স্থগিত ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বুধবার


বৃষ্টিতে স্থগিত ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বুধবার

ক্রমাগত বৃষ্টিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ স্থগিত করেছে আম্পায়ার। রিজার্ভ ডে থাকায় বুধবার (১০ জুলাই) একই ভেন্যুতে পুনরায় হবে ম্যাচটি। 

বৃষ্টির হানায় ২০১৯ বিশ্বকাপে এ-পর্যন্ত চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া আরও কয়েক ম্যাচে বৃষ্টির কারণে সাময়িক বন্ধ ছিল।

মঙ্গলবার (৯ জুলাই) বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের ইনিংসের ২৩ বল বাকি থাকতে বৃষ্টি নেমে আসে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে। দীর্ঘ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় বাংলাদেশ সময় ১১.২০ মিনিটে ম্যাচটি রিজার্ভ ডে-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আম্পয়ার। 

রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে রাউন্ড রবিনের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল উঠে যাবে ফাইনালে। অথবা ভারতকে যদি ৪৬ ওভার ব্যাট করতে হয় তবে কোহলিদের সামনে লক্ষ্য হবে ২৩৭ রান। ২০ ওভার হলে ভারতের লক্ষ্য হবে ১৪৮। ২৫ ওভার হলে ১৭৫ বা ৩০ ওভার হলে ১৯২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে হবে ভারতকে।

প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে আছেন রস্ টেইলর (৬৭) ও টম লাথাম (৩)।

যেখানে স্থগিত হয়েছে সেখান থেকেই বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। একই সময় আরেক সেমিফাইনালে এজবাস্টনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ৩.৩ ওভারে মাত্র এক রানে এক উইকেট হারিয়ে বসে দলটি। ভারতীয় পেসার জাসপ্রিত বুম্রাহ’র বলে ভিরাট কোহলির হাতে সহজ এক ক্যাচ দিয়ে বিদায় নেন কিউই ওপেনার গাপটিল (১)। 

এরপর দলকে ৬৯ রানে রেখে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হলে শেষ হয় আরেক ওপেনার হেনরি নিকোলসের ২৮ রানের ইনিংস। দলের বিপদে ফের দাঁড়িয়ে যান কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপের ষষ্ঠ ও প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের কীর্তির খাতায় নাম লিখিয়েছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কিউই ব্যাটসম্যান হিসেব এই রেকর্ড গড়েছেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের আগে ২০১৫ বিশ্বকাপে নয় ম্যাচে ৫৪৭ রান করেছিলেন গাপটিল। উইলিয়ামসনের রান ৫৪৮। চলতি বিশ্বকাপে কিউই অধিনায়ক ছাড়াও এই মাইলফলক গড়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান ও অ্যারন ফিঞ্চ।

শুরুতে বিপদে পড়া নিউজিল্যান্ডকে উদ্ধার করেছে উইলিয়ামসন ও টেইলরের ব্যাট। দু’জনে করেছেন ৬৫ রান। ৯৫ বলে ৬৭ রান করে বিদায় নেন উইলিযামসন। জিমি নিশামও (১২) দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। একই পথে হেঁটেছেন কলিন ডি গ্রান্ডহোম (১৬)।

Loading...