loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড


ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২৩৯/৮ (৫০ ওভারে) (উইলিয়ামসন ৬৭, টেইলর ৭০, নিকোলস ২৮; ভুবনেশ্বর ৩/৪৩, বুম্রাহ ১/৩৯, হার্দিক ১/৫৫, জাদেজা ১/৩৪, চাহাল ১/৬৩)
ভারত: ২২১ (৪৯.৩ ওভারে) (জাদেজা ৭৭, ধোনি ৫০, পান্ত ৩২, হার্দিক ৩২; বোল্ট ২/৪২, হেনরি ৩/৩৭, ফার্গুসন ১/৪৩, নিশাম ১/৪৯, স্যান্টনার ২/৩৪)
ম্যাচ-সেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)

ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালটি রিজার্ভ ডেতে, অর্থাৎ বুধবার (১০ জুলাই) ফের মাঠে গড়ানোর পরে হলো টানটান উত্তেজনার একটি ম্যাচ। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভিরাট কোহলিবাহিনীকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে কেইন উইলিয়ামসনের দল।

নিউজিল্যান্ডের আট উইকেটে ২৩৯ রানের জবাবে ৪৯.৩ ওভারে ভারতের ইনিংস থেমেছে ২২১ রানে। ভারতের হয়ে ৫৯ বলে সর্বোচ্চ ৭৭ রান করেছেন রবীন্দ্র জাদেজা। এমএস ধোনির ব্যাট থেকে আসে ৭২ বলে ৫০ রান। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৩৭ রানে তিন উইকেট নেন। এদিন ম্যাচ-সেরাও হয়েছেন এই পেসার।

মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬.১ ওভারে ছয় উইকেটে ২১১ রান করেছিল নিউজিল্যান্ড। এরপরই নামে বৃষ্টি। মাঝে দু’একবার বৃষ্টির ঝাপটা কমে এলেও খেলার মাঠে গড়ানোর মতো পরিস্থিতি হয়নি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিট) ছিল কাট-অফ টাইম। তবে ৬টা ২৫ মিনিটে ((বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট)) দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর মতো পরিস্থিতি দেখতে পাননি। তাই ফাইনালে উঠার এই লড়াই রিজার্ভ ডেতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

এদিন বৃষ্টি বাগড়ার আগে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের চাপিয়ে রেখেছিলেন ভারতীয় বোলাররা। মন্থর উইকেট ও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে অধিনায়ক কেইন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস্ টেইলর ছাড়া কেউই ভালো ব্যাট করতে পারেননি।

উইলিয়ামসন এই আসরে দ্বিতীয় অর্ধশত রান করেন (তাঁর সেঞ্চুরি রয়েছে দু’টি)। ছয়টি চারের সাহায্যে তিনি ৯৫ বলে ৬৭ রান করেন। এই ইনিংস খেলতে খেলতেই চলতি আসরের ষষ্ঠ ব্যাট্সম্যান হিসেবে পাঁচশো রান ছুঁয়ে ফেলেছেন তিনি। জাদেজার হাতে ক্যাচ বানিয়ে উইলিয়ামসনের উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল।

উইলিয়ামসনের বিদায়ের পরে লড়াই প্রায় একাই চালিয়েছেন টেইলর। ৭৩ বলে অর্ধশত রান করার পরে হাত খুলে খেলতে শুরু করেন তিনি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টেইলরের রান ছিল ৮৫ বলে ৬৭। অন্য প্রান্তে টম ল্যাথাম ছিলেন তিন রানে। তাঁদের ইনিংসের শেষ ৬.১ ওভারে আসে ৫৬ রান।

চলতি বিশ্বকাপে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে। সবগুলোতেই জিতেছিল প্রথমে ব্যাট করা দল। তবে ম্যাচগুলোতে দেখা গিয়েছিল রান-উৎসব। আগে ব্যাট করে সর্বোচ্চ ৩৯৭ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড, সর্বনিম্ন ২৬৮ স্কোর ভারতের।

Loading...