loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী


ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেছেন, এ-ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের আইন আরও কঠোর করা দরকার, আরও কঠোরভাবে এসব অপরাধীদের শাস্তি দেয়া দরকার। এই ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না।”

এ-ব্যাপারে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ প্রহণ করবে বলেও প্রধানমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেখ হাসিনা বৃহস্পতিবার (১১ জুলাই) একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে এ-কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধানমন্ত্রী ইলেকট্রনিক মিডিয়া বা চ্যানেলগুলোর উদ্দেশ্যে ধর্ষকদের চেহারাটা বারবার তুলে ধরার আহ্বান জানান - যাতে তাদের লজ্জা হয়। এ-সব সামাজিক অপরাধের বিরুদ্ধে পুরুষদেরকেও নারীদের পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা শুধু মেয়েরাই এর প্রতিবাদ করবো কেন? পুরুষদেরও আরও সোচ্চার হতে হবে বলে আমি মনে করি।”

Loading...