loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বার্সেলোনায় এবার গ্রিজম্যান


বার্সেলোনায় এবার গ্রিজম্যান

আগামী ফুটবল মৌসুম থেকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের পাশে দেখা যাবে আঁতোয়ান গ্রিজম্যানকে। পাঁচ বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করবেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

২০১৮-১৯ মৌসুমের শেষ দিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন গ্রিজম্যান। নতুন ঠিকানা হিসেবে ক্যাম্প-ন্যুয়ে আসার জল্পনা চলতে থাকে তখন থেকেই। অ্যাটলেটিকোও জানিয়েছিল গ্রিজম্যানের বার্সাতে যাওয়ার খবর। কিন্তু মাঝখানে দু’পক্ষের বনিবনা হচ্ছিলো না। চুক্তিটা তাই ছিল দোদুল্যমান অবস্থায়। অবশেষে বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন গ্রিজম্যান। 

৩০ জুন ২০২৪ পযর্ন্ত ক্যাটালান ক্লাবটিতে থাকার কথা রয়েছে গ্রিজম্যানর।

গ্রিজম্যান গত মৌসুমে ক্যাটালানদের হয়ে খেলার প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন সেই লোভনীয় অফার। যাহোক, মৌসুম শেষেই স্থির করেন ক্যাম্প-ন্যুয়ে আসার।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন রয়েছে গ্রিজম্যানেরও। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং অ্যাটলেটিকোর হয়ে ইউরোপা লিগ জিতলেও ক্লাব-সেরা মুকুট (চ্যাম্পিয়ন্স লিগ) এখনো জেতা হয়নি তাঁর। হয়তাে এ-কারণেই বার্সাকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন ২৮ বছর বয়সী এই ফরাসি ফুটবলার।

Loading...