loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাকা সফরে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী


ঢাকা সফরে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন তিন দিনের সরকারি সফরে শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ এসেছেন। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে ও নতুন বাণিজ্যিক ও বিনিয়োগের সন্ধানে তাঁর এই সফর।

একটি বিশেষ ফ্লাইটে লি নাক-ইয়ন বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কোরীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছুলে তাঁকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অভ্যর্থনা অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী লি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। লি তাঁর চার দেশ সফরের প্রথমভাগে বাংলাদেশে এসেছেন। তিনি ১৩ থেকে ২১ জুলাই এ-সফর করবেন। বাংলাদেশের পরে তিনি তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফরে যাবেন।

কোরিয়ার প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে গণমাধ্যমে খবরে বলা হয়েছে, সোউলের বহুমুখী কূটনৈতিক কৌশলের আওতায় মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে লি এই সফর করছেন।

প্রধানমন্ত্রী লি শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় কোরীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে এক নৈশভোজে অংশ নিয়েছেন। সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন।

লি রোববার সকালে সাভারে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর এই সরকারি সফরের কার্যক্রম শুরু করবেন। এরপর তিনি সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসঅয়্যার ও ঢাকার মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স নার্সিং এজুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন।

একইদিন বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকের পরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর আগে দুপুরে লি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এফবিসিসিআই ও কেআইটিএ আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

শেখ হাসিনার সাথে বৈঠকের পরে লি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন। সন্ধ্যায় তিনি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

আগামী সোমবার ঢাকা ছাড়ার আগে কোরিয়ার প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোরিয়ার প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন একটি বিশেষ ফ্লাইটে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

Loading...