loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসেই যোগ দিচ্ছেন ম্যাথাইস ডি লিট


ইউভেন্টাসেই যোগ দিচ্ছেন ম্যাথাইস ডি লিট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউভেন্টাসে যোগ দিতে ইতালির তুরিনে পা রেখেছেন ম্যাথাইস ডি লিট। ৭৫ মিলিয়ন (সাড়ে সাত কোটি) ইউরোর বিনিময়ে আয়াক্স আমস্টারডাম থেকে ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটিতে নাম লেখাতে যাচ্ছেন এই তরুণ ডিফেন্ডার।

ব্যক্তিগত জেট বিমানে করে মঙ্গলবার (১৬ জুলাই) তুরিনে পা রেখেছেন নেদারল্যান্ডসের ১৯ বছর বয়সী তারকা ডি লিট। বুধবার তাঁর মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর সম্পন্ন হবে চুক্তি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ডি লিটকে বহনকারী জেটটি বিমানবন্দরে অবতরণের পরপরই ইউভেন্টাসের পক্ষ থেকে একটি ভিডিও টুইট করা হয়, ‘...মাথাইস ডি লিট তুরিনে পৌঁছেছেন।’

আরেকটি ভিডিওতে এই ডাচ ফুটবলারকে বলতে দেখা যায়, ‘...এখানে এসে আমি খুবই খুশি।’

গত মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়েন ডি লিট। তাঁকে পেতে আগ্রহী হয়ে ওঠে ইউরোপের বড় ক্লাবগুলো। এর মধ্যে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, এফ. সি বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যাহোক, ডি লিট শেষ পর্যন্ত বেছে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউভেন্টাসকেই।

Loading...