loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ঢাকা-সৈয়দপুর রুটে নভোএয়ার-এর ফ্লাইট বৃদ্ধি


ঢাকা-সৈয়দপুর রুটে নভোএয়ার-এর ফ্লাইট বৃদ্ধি

আগামী ১ অগাস্ট থেকে ঢাকা-সৈয়দপুর রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। 

বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে সাতটা ও ১০টা এবং বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় সৈয়দপুরের ফ্লাইটগুলো ছাড়ে। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল নয়টা ও সাড়ে ১১টা, এবং বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। 

নতুন ফ্লাইটটি দুপুর ১টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

এছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে পাঁচটি করে, সিলেট রুটে দুইটি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২,৫০০ টাকা, কক্সবাজারে ৩,৯০০ টাকা, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ২,৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১,৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ১৩৬০৩ নম্বরে, অথবা ভিজিট করুন www.flynovoair.com

Loading...